মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০১:৫৭:২৮

দীর্ঘদিন পর অপুর নতুন ছবি

দীর্ঘদিন পর অপুর নতুন ছবি

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর অবশেষে অপু বিশ্বাসের দেখা মিলেছে।  সশরীরে নয়, ছবিতে। আড়াল হওয়ার দীর্ঘ ১১ মাসের মাথায় এসে এই প্রথম এ নায়িকা নিজের একটি ছবি টুইট করলেন। ৮ জানুয়ারি বিকাল ৫টা ৪৩ মিনিটে ছবিটি টুইটারে প্রকাশ করেন তিনি।

ছবিতে মেকআপ ছাড়া হাসিমুখের অপুকে দেখতে খুবই সাদামাঠা লাগছে। বড় পর্দায় মেকআপ করা গ্লামারার্স অপু আর এই সাধামাঠা অপুকে কিন্তু দুভাবেই ভালো লাগছে। অপু ভক্তদের জন্য এই ছবিটি এ নায়িকার দেওয়া নতুন বছরের উপহারই বলা যায়। তবে অপু ভক্তরা এখনো অধীর আগ্রহে প্রিয় নায়িকার প্রতীক্ষায় প্রহর গুনছেন। তাদের কথায়, নতুন বছরে ফিরে আসুক নতুন বার্তা নিয়ে সবার ভালোবাসার অপু বিশ্বাস।

১০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে