মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ১০:২৭:৩০

শাহরুখের বকুনি খেয়ে লজ্জায় সালমান!

শাহরুখের বকুনি খেয়ে লজ্জায় সালমান!

বিনোদন ডেস্ক : শাহরুখের কাছে বকা খেলেন সালমান! নিজের ভুল স্বীকারও করে নিলেন দাবাং খান! হলটা কী! তবে কি পুরনো কলহে ফের আগুন লাগল? নাহ্! সেসব কিছুই হয়নি। পুরোটাই হল ঠাট্টার ছলে।

পুরনো ঝগড়া-বিবাদ মন কষাকষি এখন অতীত৷ ফের তাঁদের মধ্যে ভাব জমে উঠেছে৷ সোশ্যাল মিডিয়াতেই রয়েছে তার প্রমাণ৷ টুইটারে ‘রইস’ ছবির প্রচার করতে দেখা গিয়েছিল সালমান খানকে৷ আবার ‘সুলতান’ মুক্তি পাওয়ার আগে শাহরুখও বন্ধুর জন্য প্রচার চালিয়েছিলেন৷ তাঁদের বন্ধুত্ব আরও একবার রঙিন হয়ে ফুটে উঠতে চলেছে ছোটপর্দায়। ফের টেলিভিশনের টিআরপি আকাশ ছুঁতে চলেছে। কারণ ফের এক মঞ্চে হাজির হচ্ছেন করণ ও অর্জুন৷ ফের দুই বন্ধুর দাবাংগিরি দেখার অপেক্ষায় দর্শক৷

২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিগ বাজেটের ছবি ‘রইস’৷ তারই প্রচারে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে আসছেন কিং খান৷ এক মঞ্চে দুই সুপারস্টারের উপস্থিতিতে যে ফের জমজমাট হতে চলেছে শো, তা আর বলার অপেক্ষা রাখে না৷ শোনা গেছে, আগামী ২০ তারিখ ওই পর্বের শুটিং করবেন দুই তারকা৷ যা দর্শকরা দেখতে পাবেন ২১ তারিখ৷ সেই পর্বেরই টিজার টুইটারে পোস্ট করেছেন সালমান৷ যেখানে সঞ্চালক সালমানকে পাওয়া গেল হরিয়ানার সুলতান রূপে৷ আর রইসের সংলাপে হাওয়া গরম করলেন বাদশা। শাহরুখের ঢঙেই বলতে হয়, ‘পিকচার অভি ভি বাকি হ্যায়। ’ ‌‌-সংবাদ প্রতিদিন
১০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে