বিনোদন ডেস্ক: নন্দিত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম নেই। কিন্তু তার সৃষ্টিকর্ম আবার তাকে ফিরিয়ে আনছে রুপালি পর্দায়। মৃত্যুর আগে দুটি ছবির কাজ শুরু করেছিলেন এ বরেণ্য পরিচালক। দু’টিরই সামান্য কিছু কাজ বাকি ছিল। এ কাজগুলো শেষ করেছেন তার দীর্ঘদিনের সহকারী তারেক শিকদার। আগামী ৬ই নভেম্বর মুক্তি পাচ্ছে প্রয়াত এ চলচ্চিত্রকারের শেষ এ দুটি ছবির একটি। আর তার মুক্তি প্রাপ্ত চলচ্চিত্রটি হলো ‘অন্তরঙ্গ’। এর আগে আগামী ১৫ই অক্টোবর এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন চলচ্চিত্রটির সব কলাকুশলী।
গুলশান স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এদিন উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গণমাধ্যম ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা। ‘অন্তরঙ্গ’ ছবির প্রযোজনা করেছে ছবিটির অভিনেত্রী আলিশা প্রধানের ব্যবসা প্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স। ছবিটিতে আলিশার বিপরীতে অভিনয় করেছেন ইমন। এছাড়াও আছেন দিতি, অরুণা বিশ্বাসসহ অনেকে।
ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী আলিশা জানান, ‘ছবিটি বেশ কিছুদিন আগে সেন্সর পেয়েছে। এর আগে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির কথা ভাবা হলেও এটি পিছিয়ে নতুন এই তারিখ ঠিক করা হয়েছে। আর আগামী ১৫ অক্টোবর ছবিটির প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে।’
এই প্রসঙ্গে অভিনেতা ইমন বললেন, ‘এটি স্যারের (চাষী নজরুল ইসলাম) শেষ ছবিগুলোর একটি। কাজের মাধ্যমে তাকে আমরা সম্মান জানাতে চাই। তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে।’ চাষী নজরুল ইসলাম পরিচালিত অপর ছবি ‘ভুল যদি হয়’র কাজও এরই মধ্যে শেষ হয়েছে বলে জানান আলিশা ও ইমন। এ ছবিতে আছেন আলিশা, ইমন ও সম্রাট।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই