মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০২:০৪:২১

বলিউডি বউ-শাশুড়ি ‘যুদ্ধের’ ইতি!

বলিউডি বউ-শাশুড়ি ‘যুদ্ধের’ ইতি!

বিনোদন ডেস্ক : অমিতাভ-জয়ার সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক একেবারেই ভাল নয়, এমনটাই জানতো বিনোদন মহল। সম্প্রতি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এ রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও গৃহবিবাদ চরমে ওঠে।
 
নাম না করেই প্রকাশ্যে ঐশ্বরিয়াকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন জয়া। ঐশ্বরিয়াও নিজের মতো করে সে মন্তব্যের উত্তর দেন। 

সম্প্রতি পর পর কয়েকটি অনুষ্ঠানে অমিতাভ-জয়ার সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের যে মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে, তা কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে।
 
কখনও জয়ার কাঁধে পরম নির্ভরতায় মাথা রেখেছেন ঐশ্বরিয়া। কখনও বা পুরস্কার নিতে উঠে পা ছুঁয়ে প্রণাম করেছেন অমিতাভকে।
 
সব মিলিয়ে অন্তরালে থাকা পারিবারিক সুখের ছবিটিই যেন দেখেছেন সকলে।
 
এসব দেখে বলিউডের একটা অংশ বলছে, অমিতাভ-জয়ার সঙ্গে বরাবরই ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভাল। অতীতে একাধিকবার ঐশ্বরিয়ার হয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছেন জয়া।
 
আবার একটা অংশের মতে, গৃহবিবাদ যাই থাকুক না কেন, বাইরে তা প্রকাশ করতে চান না বচ্চনরা।
 
অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের বিয়ে হয়েছে ২০০৭ সালে। মেয়ে আরাধ্য হওয়ার পরও কেটে গেছে পাঁচ বছর। এই ১০ বছরে যেন বচ্চন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন।
১০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে