মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭, ০৫:০২:৫৭

হাসপাতালে কেমন আছেন সোহেল রানা, বিস্তারিত বললেন রুবেল

হাসপাতালে কেমন আছেন সোহেল রানা, বিস্তারিত বললেন রুবেল

বিনোদন ডেস্ক: মাসুদ পারভেজ সোহেল রানা ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা। ৮০ দশকের জনপ্রিয় এ অভিনেতা অনেকদিন ধরেই নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করেন না।

সোহেল রানা সর্বশেষ ২০১৫ সালে এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছিলেন।  

জানা গেছে, গত কয়েক মাস ধরে গলার সমস্যায় ভুগছেন তিনি। এজন্য গত শনিবার  রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রোববার সোহেল রানার গলায় অস্ত্রোপচার করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সোহেল রানার ছোট ভাই চিত্রনায়ক রুবেল গণমাধ্যমকে জনিয়েছেন, ‘গতকাল দুপুর ২টার দিকে বড় সোহেল রানার সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ভালো আছেন। স্বাভাবিক কথা আগের মতো কথাও বলতে পারছেন।
১০ জানুয়াুরি,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে