বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে নানা কারণে বাংলাদেশের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী সংবাদের শিরোনামে আসেন। তার কিছু কার্যকালাপ এবং আচরণের কারণে বিভিন্ন সময়ে তিনি বিতর্কিত হয়েছেন। কিছুদিন আগে চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন এই আলোচিত তারকা। তার পর যোগদেন তাবলিগে পবিত্র কোরআন শরীফ উপহার পেয়ে সকলকে কোরআনের পথে আসার আহ্বান জানান তিনি। এরপরই তিনি সকল মুসলমান ভাইবোনদের নামাজের আহবান জানান। এই আহ্বানের পর দিনই তিনি তার ফেজবুকের কাভার পেইজের ছবি পরিবর্তন করেন।
নাজনীন আক্তার হ্যাপীর আগের ফেজবুকে পেইজে কাভার ছবিটি ছিল ‘Rubel i miss you’ তবে বর্তমানে এই ছবিটি পরিবর্তন করে তিনি নতুন একটি ছবি পোস্ট করেছেন। আর তা হলো মহা গ্রন্থ পবিত্র কোরআনের ছবি।
তাহলে কি এতোদিন হ্যাপী দুনিয়ার রঙ্গ-তামাশায় মধ্যে ডুবে ছিলেন? আর এখন সত্যিই কি তিনি শয়তানের ধোকা থেকে মুক্ত হয়ে আল্লাহর রাস্তায় নিজেকে সপে দিয়েছে এমন প্রশ্ন সকলের মনে।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/