বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭, ০১:৪১:৩১

ইতিহাস সৃষ্টিকারী ব্যয়বহুল ‘বাহুবলি’তে কাজ করেন কতজন?

ইতিহাস সৃষ্টিকারী ব্যয়বহুল ‘বাহুবলি’তে কাজ করেন কতজন?

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে নিঃসন্দেহে সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলি’। সম্প্রতি এ ছবির পরিচালক রাজামৌলির সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক সাবু সিরিল।

তার মতে, বাহুবলি-তে কাজ করা ১০টি মুভিতে কাজ করার সমতুল্য। সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ সাউথ-এ নিজের এমন অভিজ্ঞতার কথা জানান সাবু সিরিল।

ভারতের একজন নন্দিত শিল্প নির্দেশক সাবু। তার ক্যারিয়ারে রয়েছে শতাধিক ফিল্মে কাজ করার অভিজ্ঞতা। তার ভাষায়, ‘বাহুবলিতে কাজ শেখার অনেক কিছু রয়েছে।’

পাঁচ বছরের বেশি সময় ধরে বিগ বাজেটের এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা সম্পর্কে সাবু সিরিল বলেন, ‘শুরু থেকেই আমার সঙ্গে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ২ হাজার মানুষ কাজ করছেন।’

এটা আসলেই একটা বড় সংখ্যা। চলতি বছরের ২৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এর দ্বিতীয় ও চূড়ান্ত অংশ ‘বাহুবলি: দ্য কনক্লুশন’।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাষ, রানা দাগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সাথিয়ারাজ, রাইমা কৃষ্ণ প্রমুখ। সূত্র: জি নিউজ
১১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে