বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ০৭:১৫:২১

‘মেয়েদের পোশাক কখনও কখনও উত্তেজনা তৈরি করে’

‘মেয়েদের পোশাক কখনও কখনও উত্তেজনা তৈরি করে’

বিনোদন ডেস্ক : নিউ ইয়ারের রাতে ভারতে বেঙ্গালুরুতে মেয়েদের শ্লীলতাহানির ঘটনা সারা ভারতে সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় অনেক হেভিওয়েট ব্যাক্তিরাই মেয়েদের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন। এবার সেই ঘটনায় মুখ খুললেন কলকাতার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে চিরঞ্জিৎ বলেন, ‘দেখুন, পার্ক হোটেলে যখন কোনও ছেলে ও মেয়ে রক ডান্স করতে যাবে নিশ্চয়ই ধুতি বা বেনারসি শাড়ি পরে যাবে না। আবার মফস্সল থেকে যে মেয়েটি ট্রেনে করে টিউশন পড়তে যায় তার পোশাকও সেই অনুযায়ী হবে। ক্যাটরিনা কাইফ যখন 'শীলা কি জওয়ানি' নাচছেন তখন এক রকম, আবার তার নিজের বিয়ের অনুষ্ঠানে দেখুন তো কী পরছেন। আসলে কোথায় যাচ্ছে, আর প্রোটেকশন রয়েছে কিনা সেটা ভেবে মেয়েদের পোশাক নির্বাচন করতে হবে।’

তবে অনেক সময় মেয়েদের কিছু পোশাক নিয়ে আপত্তি রয়েছে এই অভিনেতার। তিনি বলেন,  মেয়েরা যদি শারীরিক শক্তিতে ছেলেদের সমানই হত, তাহলে তো ছেলেদের শ্লীলতাহানির খবরও একই রকম পাওয়া যেত। পোশাক যে কখনও কখনও উত্তেজনা তৈরি করে এটা কিন্তু মেয়েরাও জানে। এমন ঘটনার আরও অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে পোশাকও একটা।

সব দায়িত্ব কি মেয়েদের? এমন প্রশ্নের জবাবে চিরঞ্জিৎ বলেন, কখনওই নয়। ২৫ ভাগের মধ্যে আমি মেয়েদের শুধু এটুকু দায়িত্ব নিতে বলবো। বাকি ২৪ ভাগ শুধরাতে বলবো পুরুষদের। আমি আজও সমাজে মেয়েদের জন্য বিভিন্ন ক্ষেত্রে রিজার্ভেশনের পক্ষে।

১২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে