বিনোদন ডেস্ক : ‘রইস’ রিলিজের আগেই সিনেমার ট্রেলার দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। সেই ট্রেলারকে অনুকরণ করেই বানানো হয়েছে রোনাল্ডো-মেসির ‘রইস’।
ক্রীড়া হোক কিংবা সিনেমা— আমজনতার বিনোদন হলেই হল। বাস্তবে ক্রীড়ার সঙ্গে সিনেমা কিংবা সিনেমার সঙ্গে ক্রীড়া মিলেমিশে একাকার।
২৫ জানুয়ারি রিলিজ হতে চলেছে শাহরুখ খানের ‘রইস’। তার আগে সিনেমার ট্রেলার দর্শকমহলে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। ট্রেলারটি এতটাই জনপ্রিয় হয়েছে যে ইতিমধ্যেই সেই ট্রেলারটি ঘিরে অনেকগুলি মকারি ভিডিও-ও তৈরি হয়ে গিয়েছে। তবে সেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছে রোনাল্ডো ও মেসিকে নিয়ে তৈরি ভিডিওটি।
ভিডিওতে রোনাল্ডো বলছেন, ‘আম্মি-জান কহতি থি, কোহই ধন্দা ছোটা নেহি হোতা। অউর ধন্দে সে বড়া কোহই ধরম নেহি হ্যায়’। আর উত্তরে মেসি বলছেন, ‘জিসকো তু ধন্দা বোলতা হ্যায় না, ক্রাইম হ্যায় ও।’ সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ‘রইস’-এ শাহরুখ বনাম নওয়াজ, দেখতে সিনেমাহলে ভিড় জমাবেন সিনেপ্রেমীরা। তার আগে দেখে নিন রোনাল্ডো-মেসির ‘রইস’।
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম