শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০২:০০:৩৩

শ্যুটিংয়ে আহত প্রিয়ঙ্কা, ভর্তি হলেন হাসপাতালে

শ্যুটিংয়ে আহত প্রিয়ঙ্কা, ভর্তি হলেন হাসপাতালে

বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’-র সেটে গুরুতর আহত হলেন প্রিয়ঙ্কা চোপড়া। জানা গিয়েছে, শ্যুটিং চলাকালীন মাথায় আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রিয়ঙ্কাকে ছাড়া শ্যুটিং কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে তা আবার শুরু হয়। প্রযোজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না প্রিয়ঙ্কা সুস্থ হয়ে ফেরেন, ততদিন তাঁকে ছাড়াই চালু থাকবে শ্যুটিং।

জানা গেছে, শ্যুটিং চলাকালীন তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। তবে হাসপাতাল থেকে তাঁকে এখন ছেড়ে দেওয়া হয়েছে। তবু এখনই শ্যুটিংয়ে ফিরতে চান না প্রিয়ঙ্কা। সম্ভবত আগামী সোমবার থেকেই আবার ফ্লোরে ফিরবেন তিনি। তবে ঠিক কীভাবে মাথায় আঘাত পেলেন প্রিয়ঙ্কা সেটা অবশ্য জানা যায়নি।
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে