রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ১১:২৫:২৭

ভাইয়ের স্ত্রী হিসেবে সোনমকে পছন্দ কারিনার!

ভাইয়ের স্ত্রী হিসেবে সোনমকে পছন্দ কারিনার!

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময়েই খবরের শিরোনাম হয়েছেন বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর খান। ‘কফি উইথ করন’ এবারের পর্বে ফের বেফাঁস মন্তব্য করে আলোচনায় চলে আসলেন তিনি। তিনি জানালেন, ভাই রনবীর কাপুরের স্ত্রী হিসেবে তার সোনমকে পছন্দ।

তবে কারিনা কাপুরের এই প্রস্তাবে রাজি হননি সোনম কাপুর। কারিনার এই প্রস্তাবকে ‘না’ বলেই উড়িয়ে দিয়েছেন সোনম। তিনি বলেন, “রনবীর আর আমি ভালো বন্ধু। আমার মনে হয় না প্রেমিক জুটি হিসেবে আমরা ভালো মানাবো। ”

সম্প্রতি ‘ভিরে দে ওয়েডিং’ ছবিতে কারিনা আর সোনম অভিনয় করছেন। এ ছবির শুটিং সেটে দুই জনের ভেতর ভাল সখ্যতা তৈরি হয়েছে। আর সোনম কাপুরকে বেবোর এতোটাই ভালো লেগেছে যে তাকে ‘ভাবি’ হিসেবে দেখতে চান বলেও মন্তব্য করেন বেবো।
১৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে