রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ১১:৩৫:০৪

হঠাৎ শাকিবের বাড়িতে শুভ ও ফারিয়া, কেন জানেন?

হঠাৎ শাকিবের বাড়িতে শুভ ও ফারিয়া, কেন জানেন?

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিবের খানের শুটিং বাড়িতে অতিথি হয়েছেন বর্তমান সময়ের হিট হিরো আরিফিন শুভ ও হিট নায়িকা নুসরাত ফারিয়া।

সম্প্রতি ঢাকার অদূরে পুবাইলে শাকিব খানের  ‍শুটিং বাড়ি  ‘জান্নাত’এ  সাতদিনের জন্য অবস্থান করছেন ‘ধেৎতিরিকি’র পুরো টিম। ছবিটি নতুন বছরের জন্য নির্মাণ করছেন জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।

সাধারণত কিং খানের শুটিং বাড়িতে নিয়মিত ছবির শুটিং হয়ে থাকে। এবারই প্রথম জাজ শাকিব খানের বাড়িটিকে বেছে নিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ‘ধেৎতিরিকি’র’ শুটিং। অবশ্য কাজের পাশাপাশি সেখানে তাদের দারুণ সময়ও কাটছে সবার।

কমেডি ঘরনার এ ছবিতে শুভ ও ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন রৌশান, ফারিন, সুষমা, প্রমুখ।

অন্যদিকে দীর্ঘ বিরতির পর কলকাতার ‘নবাব’ শুটিং শেষ করে ঢাকায় এসেছেন শাকিব খান। বর্তমানে ‘অহংকার’ সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি।
১৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে