 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
বিনোদন ডেস্ক: ‘চুমকে চুমকে করো পান’ শিরোনামের অাইটেম গান দিয়ে বাজিমাত করলেন ঢালিউডের গ্ল্যামারাস হিরোইন বিদ্যা সিনহা মিম। দারুণ অভিনয় শৈলির সঙ্গে সঙ্গে অনেক হিট গান উপহার দেওয়া আবেদনরূপী মিম প্রথমবারের মতো আইটেম গানে নিজেকে মেলে ধরলেন।
গত ১২ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমার এ আইটেম গানটি। মিমের নাচের তালে গানটি এরই মধ্যে দু’লাখ দর্শক দেখেছেন। আগামী ২৭ জানুয়ারি ‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি সারাদেশে মুক্তি পাবে।
জাহিদ আকবরের কথা ও হাবিবের সুরে আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কনা। তানিয়া আহমেদের পরিচালনায় রোমান্টিক ঘরনার ছবিতে জুটিবদ্ধ হয়েছেন মিম ও ইরফান। এছাড়া আরো অভিনয় করেছেন মিম, সাজ্জাদ, মিশু, সাব্বির, তারিক আনাম খান প্রমুখ।-চ্যানেল আই
১৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস