বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ১১:০২:৫২

আজ সালমানের অস্ত্র মামলার রায়, দোষী প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড

আজ সালমানের অস্ত্র মামলার রায়, দোষী প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক: ১৮ বছরের পুরানো কৃষ্ণসার হরিন হত্যা সংক্রান্ত অবৈধ অস্ত্র সংক্রান্ত মামলায় আজ রায় দেবে যোধপুর আদালত। রায়দানের সময় আদালতে হাজির থাকবেন বলিউড অভিনেতা সালমান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সলমনের কারাদণ্ড হতে পারে।
আদালতের নির্দেশ ঘোষণার আগের দিনই যোধপুর পৌঁছে গিয়েছেন সালমান।

১৯৯৮-তে সলমনের বিরুদ্ধে যোধপুরের কাছে কাঙ্কানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। অভিযোগ, শিকারের সময় ব্যবহৃত একটি পিস্তল ও একটি রাইফেলের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল এবং তা পুনর্নবীকরণ করা হয়নি।  ১৯৯৮-এর ১৫ অক্টোবর অস্ত্র আইনের দুটি ধারায় সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনের ৩/২৫ ধারা অনুযায়ী বৈধ লাইসেন্স ছাড়া হাতিয়ার রাখার মামলা দায়ের হয়। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে।

অন্যদিকে, ৩/২৭ ধারা হল অবৈধভাবে হাতিয়ার রাখা ও তার অপব্যবহার। এই ধারায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।
এই মামলায় যদি তিন বছরের বেশি সাজা ঘোষণা করা হয়, তাহলে এদিনই জেলে যেতে হবে সলমনকে। তিন বছরের কম সাজা হলে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের ও জামিন পেতে সময় দেওয়া হয়।-এবিপি আনন্দ
১৮ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে