বিনোদন ডেস্ক : জান্নাতুল ফেরদৌস পিয়া। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। মিডিয়া পাড়ার অন্যতম পরিচিত মুখ এই আবেদনময়ী। পিয়া ও র্যাম্পে শব্দ দুটি যেন একে অন্যের পরিপূরক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও মঞ্চ কাঁপিয়েছেন এই তারকা। এতদিন দেশ বিদেশের বিভিন্ন তারকার সঙ্গে র্যাম্পে হাঁটলেও এবার হাঁটবেন বর ফারুক হাসানের সঙ্গে। সানসিল্ক-নকশা বিয়ে উৎসবের র্যাম্পে পর্বে একসঙ্গে দেখা যাবে তাদের।
আজ বিকেলে সেখানে যুগলবন্ধী হিসেবে মঞ্চ কাঁপাবেন তারা। জানা গেছে, এই শোতে শোবিজ অঙ্গনের অনেক যুগলবন্ধীকেই একসঙ্গে দেখা যাবে। কেউ আসবেন স্বামীকে নিয়ে কেউবা আবার স্ত্রীকে।
পিয়া বলেন, প্রথমবারের মতো এই ধরনের উদ্যোগে বরকে নিয়ে যাচ্ছি। চেষ্টা করছি প্রাথমিক টিপসটা ফারুককে ভালোভাবে বুঝিয়ে দিতে। কারণ এর আগে সে এ ধরণের কোনো অনুষ্ঠানে অংশ নেয়নি। বাকিটা র্যাম্পে দেখা যাবে।
২১ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম