মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৯:৩৯:১৬

শাহরুখকে এক নজর দেখার শখ পূরণ করতে গিয়ে ভক্তের মৃত্যু

শাহরুখকে এক নজর দেখার শখ পূরণ করতে গিয়ে ভক্তের মৃত্যু

বিনোদন ডেস্ক: শিগগিরই মুক্তি পেতে চলেছে “রইস”। শখের নেশায় তীব্র ইচ্ছায় শাহরুখ খানকে একঝলক চোখের দেখা দেখতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। গতকাল “রইস”-এর প্রচারে অগাস্ট ক্রান্তি এক্সপ্রেসে মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল শাহরুখ খানের। এই সফরের মাঝে তিনি ভদোদরা স্টেশনে নামেন।

ভদোদরা স্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সমাজকর্মী ফরিদ খান পাঠানের। সঙ্গে ছিলেন ছবির পরিচালক রাহুল ঢোলকিয়া ও প্রযোজক রীতেশ সিধওয়ানি। ট্রেন স্টেশনে পৌঁছনোর আগে থেকেই ভিড়ে ঠাসা ছিল স্টেশন চত্বর। সেই ভিড়ে স্ত্রী, কন্যাকে নিয়ে হাজির ছিলেন ফরিদ খান পাঠানও।

মেয়ে এবং স্ত্রী দু’জনেই শাহরুখের ভক্ত। তাই তাদের ইচ্ছেপূরণ করতে ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু “বাদশা” ট্রেন থেকে নামার পর তাঁকে একঝলক দেখার জন্য শুরু হয় চরম হুড়োহুড়ি। আর তাতেই দম আটকে আসে ফরিদ খানের। অচেতন হয়ে প্ল্যাটফর্মে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

প্রাথমিক রিপোর্টে জানা গেছে, অচেতন হয়ে প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার পর পদপিষ্ট হয়ে শ্বাসরুদ্ধ হয়ে যায় ফরিদ খানের। আর তাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ভিড় ফাঁকা করতে পুলিশ লাঠিচার্জ করে। সেসময় এক পুলিশ কনস্টেবলও অসুস্থ হয়ে পড়েন। মুখে ও মাথায় সামান্য চোট লাগে তাঁর। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন সুস্থ।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে