বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৬:১৭:০৭

বুড়ো বয়সে ৯তম সন্তানের বাবা হলেন গিবসন

বুড়ো বয়সে ৯তম সন্তানের বাবা হলেন গিবসন

বিনোদন ডেস্ক: বুড়ো বয়সে বাবা হলেন ‘হাকস রিগ’-এর পরিচালক মেল গিবসন। এই নিয়ে নবম বারের জন্য বাবা হলেন তিনি।  

হলিউডের এক সূত্রের খবর অনুযায়ী শুক্রবার লস এঞ্জেলসে জন্ম নিল মেল গিবসনের পুত্র সন্তান লারস গেরারড। ৬০ বছর বয়সের মেল গিবসনের প্রথম প্রেমিকা রোসালিন্ড রোস-এরই সন্তান এই লারস গেরারড।

মেল গিবসন পরিচালিত ছবি ‘হাকস রিগ’ ৮৯ তম অ্যাকাডেমি আওয়ার্ডেও মনোনীত হয়েছে। এবারের অস্কার মনোনয়ন জুড়ে রয়েছে লা লা ল্যান্ড। রয়েছে স্লামডগ মিলিওনিয়ার খ্যাত দেভ পাটেল অভিনীত ‘লায়ন’-ও।
২৫ জানুয়ারী,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে