বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৯:৫০:৩০

ভক্তদের চমকে দিতে আসছে অ্যাকশনে ভরপুর কমান্ডো ২

ভক্তদের চমকে দিতে আসছে অ্যাকশনে ভরপুর কমান্ডো ২

বিনোদন ডেস্ক : অ্যাকশনে ভরপুর ‘কমান্ডো ২’-এর ট্রেলার প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে বলিউড ভক্তরা। দুই দিনেই ভিউয়ার্স সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে। ২০১৩-এ পরিচালক দিলীপ ঘোষের ছবি অ্যাকশনে ভরপুর ‘কমান্ডো’-র সিকুয়েল ‘কমান্ডো ২’। ‘কমান্ডো’ ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন বিদ্যুৎ জামওয়াল, তার আসাধারণ অ্যাকশন তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের।

ফের ‘কমান্ডো ২’-তে অ্যাকশন দেখাতে আসছেন বিদ্যুৎ। অভিনয় ছাড়াও, বিদ্যুৎ বলিউডে স্টান্ট পরিচালক হিসেবেও তিনি বেশ খ্যাত। ‘কমান্ডো ২’-তে মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যুৎ জামওয়াল। বিদ্যুৎ ছাড়াও ছবিতে রয়েছেন, আদা শর্মা, এষা গুপ্তা, আদিল হোসেন। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় কমেডিয়ান দেবেন ভোজানি। ‘কমান্ডো 2’ ছবির হাত ধরে বলিউড ছবির পরিচালনায় আসছেন দেবেন ভোজানি।

বলিউডে কামব্যাক করেই পরিচালক হিসেবে বানিয়ে ফেলেছেন ‘কম্যান্ডো ২’এর মতো সিনেমা৷ এই কমেডি অভিনেতাই বিদ্যুৎ জামওয়ালের এই অসাধারণ স্টান্টগুলি পরিচালনা করেছেন৷

নিজের স্টান্টের মাধ্যমে ‘কম্যান্ডো’তেই দর্শকদের চমকে দিয়েছিলেন বিদ্যুৎ৷ অভিনয়ের পাশাপাশি স্টান্ট পরিচালক হিসেবেও সুনাম রয়েছে তাঁর৷ আর দেবেনের পরিচালিত ছবিতে অ্যাকশনের সেই স্তর অন্যমাত্রায় নিয়ে যেতে চলেছেন তিনি৷ ট্রেলারেই তা স্পষ্ট৷ কিন্তু দেবেনের এই কামব্যাক স্টান্ট নিঃসন্দেহে বড় চমক৷ আগামী ৩ মার্চ ছবিটি মুক্তি পাবে।

২৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে