বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০২:৩৪:২৯

‘কমান্ডো-২’র ট্রেইলারে ইউটিউবে ঝড়

‘কমান্ডো-২’র ট্রেইলারে ইউটিউবে ঝড়

বিনোদন ডেস্ক : ‘কমান্ডো’ ছবির ব্যাপক সফলতার পর আগামী ৩ মার্চ মুক্তি পাচ্ছে এর সিক্যুয়াল কমান্ডো-২। ইতিমধ্যেই ইউটিউবে ছাড়া হয়েছে ছবিটির ট্রেলার। রীতিমতো ঝড় ওঠেছে দর্শকদের মধ্যে।
 
২৩ তারিখে ট্রেইলারটি মুক্তি দেয়ার পর তিন দিনে ৬০ লাখেরও বেশি বার সেটি দেখা হয়েছে।
ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যুৎ জামওয়াল। বিদ্যুৎ ছাড়াও ছবিতে রয়েছেন, ইশা গুপ্ত, আদিল হুসেনের মতো অভিনেতারা।
 
তবে এ ছবিতে লুকিয়ে রয়েছে আর এক চমক। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় কমেডিয়ান দেবেন ভোজানি।
 
‘কমান্ডো-২’ কমেডি অভিনেতার পরিচালিত ছবি বলে মোটেই হাল্কাভাবে নেয়া ঠিক হবে না। কারণ, এ ছবির অ্যাকশন, স্টান্টগুলো আগের বারের চেয়েও সাংঘাতিক! ছবিতে মুখ্য চরিত্রে বিদ্যুৎ জামওয়ালের চোখ ধাঁধাঁনো স্টান্ট, ক্ষিপ্রতা মুগ্ধ নয়নে দেখছেন দর্শকরা।
 
ছবিটির কাহিনী কালো টাকার গল্প নিয়ে। কালো টাকার মোস্টওয়ান্টেড এক এজেন্ট মালয়েশিয়া সরকারের হাতে গ্রেফতার হয়। তাকে সেখানে একটি সেফহোমে স্ত্রীসহ রাখা হয়।
 
তাদের স্বদেশে ফিরিয়ে আনতে ৪ সদস্যের একটি টিম মালয়েশিয়া যায়। তাকে আনতে গিয়েই ঘটে একের পর এক ঘটনা। এভাবেই এগিয়েছে ছবিটির গল্প।
২৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে