বিনোদন ডেস্ক : রইস বনাম কাবিল। জানুয়ারি মাসেই বছরের সবচেয়ে বড় বলিউডি টক্করের সাক্ষী থাকবেন হিন্দি ফিল্মের দর্শকরা। শাহরুখ খান অভিনীত রইস ও হৃত্বিক রোশন অভিনীত সিনেমা কাবিল। দুই দিনে বক্স অফিস লড়াইয়ে কে এগিয়ে থাকলেন?
বক্স অফিস লড়াইয়ে এই মুহুর্তে এগিয়ে আছেন শাহরুখ খান। দুই দিনে ‘রইস’ আয় করেছে ৬০ কোটি রুপি। অন্যদিকে হৃত্বিক রোশন অনেকটাই পিছিয়ে কারণ হৃত্বিকের ‘কাবিল’ দুই দিনে আয় করেছে ৪০ কোটি রুপি।
এদিকে থাকলে চিন্তায় আছেন শাহরুখ খান। কারণ কাবিলের চেয়ে রইসের বাজেট বেশি ছিল। ৯২ কোটি রুপি বাজেটের রইসে এখনও পর্যন্ত আয় ৬০ কোটি। এর আগে দিলওয়ালে ছবিটিও প্রথম ৩ দিন ভালো ব্যবসা করলেও শেষ পর্যন্ত বক্স অফিসে পড়ে যায়, সেসময় উঠে পিছিয়ে বাজিরাও মাস্তানি সুপার ডুপার হিট হয়ে যায়।
এদিকে অপেক্ষাকৃত অনেক কম বাজেটের ছবি কাবিল। মাত্র ৩৫ কোটি বাজেটের কাবিল ইতিমধ্যেই ৪০ কোটি পেরিয়ে গেছে। তার ওপর হৃত্বিকের অভিনয়ের প্রশংসা করতে শোনা গেছে বলিউডের বড় বড় তারকাদের মুখে। তবে দুটি ছবি মুক্তির আগেই ‘প্রতিদ্বন্দ্বী’– শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে রাখলেন হৃত্বিক রোশন।
টুইটারে কাবিলের নায়ক শাহরুখের উদ্দেশে লিখেছেন, ‘প্রিয় শাহরুখ, তুমিই আমার মেন্টর। রইস দর্শকদের মন জয় করে নিক। এই ফিল্ম থেকে যেন অনেককিছু শিখতে পারি।’ এমনিতে শাহরুখ এবং ঋত্বিক ঘনিষ্ঠ বন্ধু হিসাবেই পরিচিত। তবে দু’টি ফিল্মেরই মুক্তির দিন এক হয়ে যাওয়ায় শাহরুখ অনুরোধ করেছিলেন। তবে কার্যক্ষেত্রে সেটা ঘটেনি। সেই প্রসঙ্গ তুলে শাহরুখ বলেছিলেন, ‘তোমাকেও কাবিলের জন্য শুভেচ্ছা জানাই। তবে একদিনে রিলিজ হওয়াটা আটকানো গেলে ভাল লাগত।’
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস