বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ০৬:০১:৪৬

বাহুবলী ২ এর অভূতপূর্ব পোস্টার আত্মপ্রকাশ

বাহুবলী ২ এর অভূতপূর্ব পোস্টার আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার বিগ বাজেটের ছবিগুলোর মধ্যে অন্যতম একটি ছিল দক্ষিণের ছবি বাহুবলী। ১৮০ কোটি বাজেটের এই ছবি ছিল ২০১৫ সালের বিগেস্ট হিট। বক্স অফিসে এই ছবি ব্যবসা করেছিল ৬৫০ কোটি টাকার। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা ভারতীয় ইতিহাসে এক অভূতপূর্ব নজিরও স্থাপন করেছিল।

১৫৮ মিনিটের এই সিনেমা প্রথমত আত্মপ্রকাশ করেছিল তিনটি ভাষায় হিন্দি, তেলেগু ও তামিল। মূল চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রভাস, রানা ডাগ্গুবাটি, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া রামাইয়া কৃষ্ণনসহ আরও অনেকে। প্রায় দুবছর সময় পর আবার ভারতীয় সিনেমায় একটা প্রকাণ্ড তাণ্ডব করতে তৈরি হচ্ছে 'বাহুবলী টু'। বাজেট প্রায় ২৫০ কোটি ছুঁই ছুঁই। মূল চরিত্রে আছেন প্রভাস এবং অনুষ্কা।

ভারতের প্রজাতন্ত্র দিবসেই রিলিজ হল 'বাহুবলী টু'-এর পোস্টার। হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম ভাষায় আত্মপ্রকাশ করল এই ছবির পোস্টার। ছবিটির পরিচালক তার সামাজিক মাধ্যমে প্রথম এই পোস্টার রিলিজ করেন। উপরে লেখেন, মহারাজা অমরেন্দ্র বাহুবলী সাথে রাণী দেবসেনা।

অভিনীত চরিত্র : অমরেন্দ্র বাহুবলী বা শিবা চরিত্রে প্রভাস, ভল্লাল দেব চরিত্রে রানা ডাগ্গুবাটি, অবন্তিকা চরিত্রে তামান্না ভাটিয়া, দেবসেনা চরিত্রে অনুষ্কা শেট্টি, কাটাপ্পা চরিত্রে সত্যরাজ, বিজালা দেব চরিত্রে নাসার, শিবগামী চরিত্রে রামাইয়া কৃষ্ণন, কালাকেয়া চরিত্রে প্রভাকর।
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে