বিনোদন ডেস্ক : শাহরুখ খান-মাহিরা খান অভিনীত, রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’ মুক্তির আগে ও পরে একের এক বিতর্কে জড়িয়েছে। বিতর্ক যেন এই ছবির পিছুই ছাড়ছে না। এবার ভারতের সুরাটে এই ছবির প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাল বিশ্ব হিন্দু পরিষদ এবং শিবসেনার গুজরাত শাখা। খবর এবিপির।
তাদের দাবি, এই ছবিতে একজন অপরাধী, মাফিয়া ডনের চরিত্রকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। সেইজন্যে এখনই এই ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া উচিত্। রাষ্ট্র সেনা, ছোট অপরিচিত অপর এক সংগঠন সুরাটের বিভিন্ন জায়গায় ব্যানার টাঙিয়ে ‘রইস’-এর প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে। গতকালই সারা ভারতের সমস্ত হলে মুক্তি পেয়েছে এই ছবি।
ছবি প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের নেতা রানছোড় ভারওয়াদের দাবি, এখানে এক অপরাধী, মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, যিনি পরে রাজনীতিতে এসেছিল সেই আব্দুল লতিফের জীবন নিয়ে তৈরি হয়েছে ছবি। তার ভূমিকাতেই অভিনয় করেছেন শাহরুখ খান।
তার বক্তব্য, এভাবে একজন অপরাধীকে নিয়ে ছবি বানিয়ে সমাজকে কী বার্তা দিতে চাইছেন মহাতারকা? ভারতে বহু বড় বড় স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন, যাদের নিয়ে ছবি বানিয়ে অভিনয় করতে পারতেন শাহরুখ। যদিও বলিউড বাদশার দাবি ছবিটি একটি কাল্পনিক চরিত্র অবলম্বনে তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে ছবির অনুপ্রেরণা কে, সেটা সকলেই জানেন, মত বিশ্ব হিন্দু পরিষদের ওই নেতার।
এছাড়া ছবিতে মাহিরা খানকে মুখ্য নায়িকার চরিত্রে নেওয়ার জন্যেও তোপের মুখে পড়তে হয়েছে শাহরুখকে। ওই নেতার মতে মাহিরা এখান থেকে অভিনয় করে পাকিস্তানে গিয়েই ভারতের নিন্দা করেছেন। এমনকি গত মঙ্গলবার শাহরুখের ‘রইস’-এর প্রচারে ট্রেন সফরের সময় ভাদোদারায় এক ব্যক্তির মৃত্যুর জন্যেও শাহরুখকে দায়ী করেছেন তিনি। তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোরও আর্জি জানিয়েছেন।
২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস