বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ১১:৩৫:২১

শুটিংয়ের নতুন চমক, শেয়ার করলেন দেব

শুটিংয়ের নতুন চমক, শেয়ার করলেন দেব

বিনোদন ডেস্ক :চলতি বছর টলিউড যে ছবিগুলোর ওপর বাজি ধরতে পারে তার মধ্যে অন্যতম 'চ্যাম্প'। দেব-রুক্মিণী কেমিস্ট্রি এই প্রথম পর্দায় দেখবেন দর্শক। মডেলিং দুনিয়ার পরিচিত মুখ রুক্মিণী এত দিন ইন্ডাস্ট্রিতে দেবের 'বিশেষ বন্ধু' হিসেবেই পরিচিত ছিলেন। এ বার তিনি শুরু করছেন নতুন ইনিংস।

এটাই তার ডেবিউ ফিল্ম। সঙ্গে রয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর ম্যাজিক্যাল টাচ। ছবির সবচেয়ে কঠিন অংশের শুটিং নাকি শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকে। তার আগে সোশ্যাল মিডিয়ায় টিম 'চ্যাম্প'-এর একটি ভিডিও পোস্ট করেছেন দেব স্বয়ং। শুটিংয়ের আগে কী ভাবে প্র্যাকটিস চলছে, রয়েছে তারই কিছু মুহূর্ত।

এই ছবিতে অভাবের সঙ্গে, চূড়়ান্ত দারিদ্রের সঙ্গে, পরিবেশগত সীমাবদ্ধতার সঙ্গে, সমালোচকদের সঙ্গে যুদ্ধে রক্তাক্ত এক বক্সার। বলিউডে স্পোর্টস নিয়ে ছবি তৈরি হচ্ছে অনেকদিন ধরেই। তুলনায় টলিউডে এই বিষয়ের ওপর ছবির সংখ্যা কম। তবে দেবের 'চ্যাম্প' নতুন পথ দেখাবে বলেই আশা সিনেপ্রেমীদের।

২৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে