শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৪:৫১:২৫

গোপন তথ্য ফাঁস করলেন সানি

গোপন তথ্য ফাঁস করলেন সানি

বিনোদন ডেস্ক: সানি লিওনকে নিজের জীবন নিয়ে বরাবরই খোলামেলা মেজাজে পাওয়া যায়। প্রায়শই নানা গোপন তথ্য ফাঁস করেন তিনি। এবার সেরকম আরও একটা তথ্য সামনে আনলেন তিনি। সম্প্রতি সানিকে প্রশ্ন করা হয়েছিলে, স্বামী ড্যানিয়েল ওয়েবার কীভাবে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কোনো রোম্যান্টিক নৈশভোজ বা হাঁটু গেড়ে বসে নয়, সানিকে ড্যানিয়েল বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিছানায়।

সানি বলেছেন, ‘প্রথম দর্শনেই ড্যানিয়েলকে আমার ভাল লেগেছিল। তবে মনে হয়েছিল ও বোধহয় আমার স্বভাবের বিপরীত। তবে ঘনিষ্ঠ হতেই ভুল ভাঙে। ‘এর পরে তিনবছর ড্যানিয়েলের সঙ্গে লিভ ইন করেছিলেন সানি। আস্তে আস্তে তাঁর মন জিতে নেন ড্যানিয়েল।

সানি বলছেন, ‘একদিন সন্ধ্যাবেলা আমার একটা আংটি পছন্দ হয়েছিল। সেটা কিনে ফেলে ড্যানিয়েল। সেদিন রাতে আমরা যখন বিছানায় ছিলাম, তখন আংটি আমার হাতে পরিয়ে দেয় ড্যানিয়েল। প্রশ্ন করে আমি সত্যিই ওকে বিয়ে করতে রাজি কিনা। আমিও দেরি না করে ড্যানিয়েলকে হ্যাঁ বলে দিই। ’-আজকাল

২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে