বিনোদন ডেস্ক: বাবা তার মহাতারকা। বলা হচ্ছে, শাহরুখ খান ও তার ছোট্ট ছেলে আব্রামের কথা। এই অল্প বয়সেই অনলাইনে নিজের কয়েক লাখ ভক্ত তৈরি করে ফেলেছে আব্রাম। আর বাদশার ছোট ছেলে এতটাই ক্যামেরা-ফ্রেন্ডলি যে তাকে ছবি তুলতে না দিলেই বরং সে রেগে যায়।
শাহরুখ জানান, তিনি যেখানেই যান, যে কাজেই যান, তার টিমের সবসময়ের সদস্য ছোট্ট আব্রাম। গত বছর থেকে বাদশার সবসময়ের সঙ্গী এই খুদেটি। এমনকি সংবাদমাধ্যমও আব্রামের বিষয়ে যথেষ্ট বিনয়ী।
আব্রাম সবার সাথে মেলামেশায় এতটাই স্বতঃস্ফূর্ত যে শাহরুখ যখন ইমতিয়াজ আলির সাথে আউটডোর শ্যুটে গিয়েছিলেন দু-তিন মাসের জন্যে, সেখানেই বাবার পিছু নিয়েছিল এই খুদে। সেখান থেকে সবার সাথে পরিচিতি জুনিয়র খানের।
এমনকি অনেক সময়ই বাইরে গিয়ে ভক্তরা শাহরুখের সাথে ছবি তুলতে যখন আগ্রহ প্রকাশ করে, তখন প্রতিটি ফ্রেমে ঢুকে পড়ে আব্রাম। শাহরুখের বডিগার্ড বাধা দিলে, তাকেও বকে দেয় সে। শাহরুখকে নোট বাতিলও নিয়েও নাকি প্রচুর জ্ঞান দেয় সে!
২৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর