শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০২:৫৩:৩২

অস্কার বয়কট করছেন এই অভিনেত্রী

অস্কার বয়কট করছেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক: অস্কার পাওয়ার জন্য মুখিয়ে থাকেন পৃথিবীর হাজার হাজার পরিচালক, অভিনেতা, সঙ্গীতশিল্পী। অস্কারে মনোনয়ন পাওয়াটাও বিনোদন দুনিয়ায় একটা অত্যন্ত সম্মানের বিষয়। যেখানে এই পুরস্কার মঞ্চে বা অনুষ্ঠানে উপস্থিত থাকাটাও বেশ গৌরবের বলে মনে করেন বেশির ভাগ, সেখানে অস্কারের অনুষ্ঠান বয়কট করলেন অস্কারের জন্য মনোনীত বিদেশি ছবি ‘দ্য সেলসম্যান’-এর অভিনেত্রী ইরানের জনপ্রিয় তারকা তারানে আলিদুসতি। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? অভিনেত্রীর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানিয়ান ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় অস্কার অনুষ্ঠান বয়কট করছেন তিনি। টুইট করে তারানে জানিয়েছেন, “ইরানিদের ভিসার উপর এই নিষেধাজ্ঞা বর্ণবিদ্বেষমূলক। জানি এটি একটি সাংস্কৃতিক মঞ্চ, তবু এর বিরোধিতায় আমি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আসব না।”

প্রসঙ্গত, ট্রাম্পের নির্দেশে ইরান-সহ মোট সাতটি মুসলিম অধ্যুষিত দেশের ভিসার আবেদন এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব হয়েছেন অসংখ্য মানুষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মুসলিম নিষিদ্ধকরণ নয়, সন্ত্রাস দমনই তাঁর আসল উদ্দেশ্য।-আনন্দবাজার
২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে