বিনোদন ডেস্ক: সদ্য ‘কাবিল’ দেখেছেন কর্ণ জোহর। তারপর থেকে হৃতিক রোশনেই মজে রজে রয়েছেন তিনি। ‘কাবিল’এ হৃতিকের পারফরম্যান্স যে কতটা উঁচু মানের, বারবার বলছেন সে কথা।
সদ্য ‘কাবিল’ দেখেছেন কর্ণ জোহর। তারপর থেকে হৃতিক রোশনেই মজে রজে রয়েছেন তিনি। ‘কাবিল’এ হৃতিকের পারফরম্যান্স যে কতটা উঁচু মানের, বারবার বলছেন সে কথা।
ছবিতে হৃতিকের চরিত্র দৃষ্টিহীন। কর্ণ টুইট করেছেন, ‘ছবি-করিয়ে হিসেবে একজন অভিনেতাকে নিজের সর্বস্ব নিংড়ে দিয়ে অভিনয় করতে দেখাটা এক দুর্ধর্ষ অভিজ্ঞতা’। টুইটে হৃতিককে ‘পাওয়ারহাউস অফ ট্যালেন্ট’ বলতেও ভোলেননি কর্ণ। পাশাপাশিই প্রাণ খুলে প্রশংসা করেছেন ‘রইস’এ শাহরুখ খানের অভিনয়ের।-এবেলা
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস