শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০৭:৩২:৩৬

সত্য প্রেমের পবিত্র প্রতিদান পেলেন মান্দানা

সত্য প্রেমের পবিত্র প্রতিদান পেলেন মান্দানা

বিনোদন ডেস্ক: গৌরব গুপ্তার সঙ্গে দীর্ঘ দিন প্রেম করে তার প্রতিদান পেয়েছেন সাবেক বিগ বস প্রতিযোগী ও কেয়া কুল হ্যায় হাম-থ্রি অভিনেত্রী মান্দানা করিমি।

সদ্য তারা দুইজন বিয়ে করে তাদের সত্য প্রেমটা আরও পবিত্র করে নিয়েছেন প্রেমিক গৌরব ও মান্দানা।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটের মাধ্যমে তার বিয়ের খবরটি জানান মান্দানা। টুইটে তিনি লিখেছেন, ২৫ জানুয়ারি পরিবারের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছি। সত্যিকারের মান্দানা গুপ্তা হওয়ার আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করার অপেক্ষায় আছি।

ইরানি মডেল ও অভিনেত্রী মান্দানা করিমি। অনেক দিন ধরেই প্রেম করছিলেন গৌরবের সঙ্গে। গত বছরের জুলাইয়ে বাগদান সম্পন্ন করেন এই জুটি। এরপর গত বছর ডিসেম্বরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসার কথা জানান মান্দানা।
২৮ জানুয়ারি,২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে