রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ১০:৪৭:০২

ঢাকায় বোরখা পরে চলাফেরা করেন অপু বিশ্বাস!

ঢাকায় বোরখা পরে চলাফেরা করেন অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাস ঢাকায় ফিরেছেন। এটা যেন ভক্তদের জন্য বিশাল আনন্দের বিষয়। অপু বিশ্বাসের ফেরাটা ফেসবুক থেকে বিভিন্ন মেসেজ ও ইঙ্গিতপূর্ণ বার্তা থেকে এমনটাই জেনেছিল দেশের গণমাধ্যমগুলো। কিন্তু অপু বিশ্বাসের যেন এবার ঘুম ভাঙল। ১০ মাস অন্তরালে থাকা অপু বিশ্বাস এবার সরাসরি দেশের গণমাধ্যমের সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন।    

অপু বিশ্বাস গুলশানের বাসায় ফিরে স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করেছেন।   বাইরেও বের হন। কেনাকাটা করেন, ঘোরাঘুরি, পার্কেও হাঁটাহাটি করেন। আবার সবশেষে জিমেও যান। শরীর ঠিক রাখতে পরিশ্রম করে যাচ্ছেন। কেননা আবার চলচ্চিত্রে ফিরবেন জোরালোভাবেই। এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু এই যে ঢাকায় পার্কে চলাফেরা করেন মানুষ কি অপু বিশ্বাসকে চিনতে পারেন না? না কোনোভাবেই পারেন না। কেননা অপু বিশ্বাস এখন বোরখা পরে চলাফেরা করেন। -কালের কন্ঠ।
২৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে