রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ১১:২৮:২০

বন্ধ হয়ে গেল পদ্মাবতীর শুটিং, যা বললেন বনশালী

বন্ধ হয়ে গেল পদ্মাবতীর শুটিং, যা বললেন বনশালী

বিনোদন ডেস্ক : ভারতের রাজস্থানে পদ্মাবতীর শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। টিমের সদস্যদের নিয়ে মুম্বাই ফিরে যাচ্ছেন তিনি।

পরিচালক সঞ্জয় লীলা বনশালি জানিয়েছেন, রাজস্থানকে ভালবেসে আর টিমের সভ্যদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিবাদে সরব বলিউড। পরিচালক ও প্রযোজকরা সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, এধরণের ঘটনা খুবই আপত্তিকর। শুক্রবার শুটিং চলাকালীনই পদ্মাবতীর সেটে চড়াও হয় রাজপুত কারনি সেনার সদস্যরা। ভাঙচুর চালানোর পাশাপাশি পরিচালক বনশালীকে চড়থাপ্পড়ও মারে তারা।

কারনি সেনার দাবি, আলাউদ্দিন খিলজির চিতোর গড় দখলের ওপর ভিত্তি করে তৈরি বনশালির ছবিতে আলাউদ্দিন খিলজি ও চিতোরের রানী পদ্মিনীর মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে। তারই প্রতিবাদে শুক্রবার শুটিংয়ে চলাকালীন চড়াও হয় কারনি সেনা।
২৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে