রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ১২:১৩:২১

এই প্রথম একসাথে মঞ্চ মাতালেন পূর্ণিমা-নাঈম

এই প্রথম একসাথে মঞ্চ মাতালেন পূর্ণিমা-নাঈম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতালেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা নাঈম। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তারা দু’জন গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন। এর আগে নাঈম দেশের বাইরে পারফর্ম করলেও দেশের মঞ্চে এবারই প্রথম তিনি পারফর্ম করেছেন। পূর্ণিমার সঙ্গে পারফর্ম করাটাকে সৌভাগ্যের দৃষ্টিতে দেখছেন তিনি।

মঞ্চে তারা দুজন সালমান শাহ শাবনূর অভিনীত মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ চলচ্চিত্রের এ্যান্ড্র– কিশোর ও কনকচাঁপার গাওয়া ‘আমার নাকেরই ফুল বলে যে তুমি যে আমার’ গানটির তালে পারফর্ম করেন।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অনুষ্ঠানটি মূলত নাটকসংশ্লিষ্ট ছিল। তাই আমি চেয়েছি নাটকের অভিনেতার সঙ্গে পারফরম্যান্স করতে। সেই হিসেবেই নাঈমের সঙ্গে একই মঞ্চে নৃত্য পরিবেশন করা। কাজটি বেশ উপভোগ করেছি।’

নাঈম বলেন, ‘আমি কৃতজ্ঞ পূর্ণিমা আপুর কাছে, তিনি আমাকে তার সঙ্গে পারফরম্যান্স করার সুযোগ দিয়েছেন। মনে মনে আমি কিছুটা শংকিতও ছিলাম যে দেশের নাম্বার ওয়ান একজন নৃত্যশিল্পীর স্বামী আমি। আমাকে ভালো পারফরম্যান্স করতেই হবে।’
২৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে