বিনোদন ডেস্ক: সম্প্রতি দেশজুড়ে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি রইস। আর শুরুতেই ব্লকবাস্টার হওয়ার পথে সেই ছবি। ছবিটি রিরিজ হওয়ার পর ফেসবুক, টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মুখোমুখি হতে হচ্ছে কিং খানকে। উত্তর দিতে হচ্ছে তাদের প্রশ্নের। রাখতে হচ্ছে আবদারও।
গতকাল এরকমই একটি আবদার রাখতে বলা হয় শাহরুখকে। টুইটারে তাঁর ও ভারতীয় ক্রিকেট টিমের এক ফ্যানের সঙ্গে কথা বলছিলেন শাহরুখ। হঠাত্ই সেই ফ্যানের দাবি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে একটি শব্দে কীভাবে ব্যাখ্যা করবেন তিনি। "বিস্ময়কর!" এটাই ছিল মাহি সম্পর্কে বাদশার মন্তব্য।
আজ নাগপুরে ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচের জন্য ভারতীয় দলকেও শুভেচ্ছা জানান তিনি।-জিনিউজ
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস