রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৮:২০:১৮

বনশালির ওপর হামলার প্রতিবাদে পদবী ত্যাগ করলেন সুশান্ত

বনশালির ওপর হামলার প্রতিবাদে পদবী ত্যাগ করলেন সুশান্ত

বিনোদন ডেস্ক : বলিউডের আনাচে-কানাচে এখন শুধুই প্রতিবাদের ভাষা৷ রাজস্থানে ‘পদ্মাবতী’র সেটে পরিচালক সঞ্জয় লীলা বনশালির উপর করনি সেনার হামলার তীব্র ধিক্কার জানাচ্ছেন বলিউড সেলিব্রেটিরা৷ প্রতিবাদের এই আন্দোলনে এবার সামিল হলেন সুশান্ত সিং রাজপুত৷

টুইটারে নিজের নাম থেকে ‘রাজপুত’ পদবীটিই সরিয়ে দিলেন অভিনেতা৷ শুধু নিজের পদবী বাদ দিয়েই ক্ষান্ত হননি সুশান্ত, টুইটারে বনশালির উপর আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷

তিনি প্রশ্ন তুলেছেন, কোন পথে আমরা যাচ্ছি? মানবিকতার চাইতে বড় কোনও ধর্ম বা জাতি হয় না৷ হিংসা কোনও সাহসিকতা নয়৷ কাপুরুষরাই এই ধরনের কাজ করে৷ যতদিন পর্যন্ত আমরা নিজেদের পদবী আঁকড়ে বসে থাকব, ততদিন ভুগতে হবে৷ সাহস থাকলে নিজের নাম নিয়ে সামনে এসো৷ এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন সুশান্ত৷

পরিচালকের হেনস্তার প্রতিবাদে সরব হয়েছে গোটা বলিপাড়া৷ দীপিকা, রণবীর সিং, শাহিদ কাপুর থেকে করণ জোহর, অনুরাগ কশ্যপ, সবাই পাশে দাঁড়িয়েছেন পদ্মাবতীর পরিচালকের৷

এদিকে ঘটনার পর থেকেই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ছবির প্রযোজনা সংস্থা৷ যদিও বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ছবিতে ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি৷ আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর সম্পর্ক নিয়ে কোনও আপত্তিকর দৃশ্য শুট করা হয়নি বলেও জানানো হয়েছে৷
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে