রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭, ০৮:৩০:৪০

সবকিছু জানতে পারবেন, সবার কাজ শেষ করে দিব: অপু বিশ্বাস

সবকিছু জানতে পারবেন, সবার কাজ শেষ করে দিব: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: দীর্ঘ সময় নিখোঁজ থাকা জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দেশে ফিরেছেন। কয়েকদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, আড়াল থেকে সামনে এসেছেন অপু বিশ্বাস। ভারত থেকে ঢাকায় ফিরেছেন তিনি। তবে সেগুলো ফেসবুক চ্যাটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এই ফেসবুক আইডি কার, কিংবা কারা অপারেট করছে, এসব নিয়ে ছিল ব্যাপক কৌতুহল ও প্রশ্ন। কৌতুহল ও প্রশ্নের রেশ ধরে গণমাধ্যমের পক্ষ থেকে চলে অনুসদ্ধান। ব্যক্তিগত সম্পর্কের কারণে একটি বিশ্বাসও মনে জন্মেছিল।

অপু ঢাকায় ফিরলে ফোন দেবেনই। অবশেষে কথা হয়েছে অপুর সঙ্গে। ঢাকায় ফিরেছেন তিনি। সেই বিষয়টি তিনি নিজেই মিডিয়াকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি এখন ঢাকায়। কয়েকদিন আগে ঢাকায় এসেছি। কয়েকদিনের মধ্যে সবাই সবকিছু জানতে পারবেন। আবার শুটিংয়ে ফিরব। সবার সঙ্গে দেখা হবে।

যে সব সিনেমার কাজ এতদিন বন্ধ আছে সেসব সিনেমার কাজ আবার কবে নাগাদ শুরু করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার কাজ শেষ করে দিব। খুব শিগগিরই তাদের কাজ শেষ করব। এরপর নতুন কাজে হাত দিব। প্রযোজকের অর্থ ক্ষতি প্রসঙ্গে অপু বলেন, ‘এফডিসিতে এসে সবার কাছে ক্ষমা চেয়ে নিব।
২৯ জানুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে