বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা অনন্য মামুন ‘ময়না’ শিরোনামের একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। ছবিটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। ‘ময়না’ ছবির নায়িকা থাকছেন মাহিয়া মাহি। তার নায়ক দেব! এরই মধ্যে টালিগঞ্জের এই সুপারস্টারের সঙ্গে প্রাথমিক আলাপ সেরেছেন নির্মাতা মামুন।
‘অস্তিত্ব’ ছবির এই নির্মাতা বলেন, ‘ময়না’ ছবির নায়িকা থাকছেন মাহি। আর তার নায়ক হিসেবে দেবকে ফার্স্ট চয়েজ রেখেছি। তবে চূড়ান্ত হয়নি।
অনন্য মামুন বলেন, “এখন শিডিউল মেলাতে পারলেই দেবই হবেন ‘ময়না’র নায়ক। আর মিস হলে সোহমকে নেয়া হবে।”
‘ময়না’ ছবিটি মুক্তি দেয়া হবে আগামী রোজার ঈদে।-জাগো নিউজ
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
বিনোদন ডেস্ক:
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস