বিনোদন ডেস্ক : তিনি হিন্দি সিনেমার মশালা ভালবাসেন। তাই যারা হিন্দি সিনেমা নিয়ে মস্করা করেন তাদের মোকিবিলায় প্রস্তুত পরিচালক ফারহা খান। এই সমস্ত লোকেদের কোনও একঁঘেয়ে সিনেমা দেখতে বসিয়ে দেওয়া উচিত। মন্তব্য, ৫২ বছর বয়সী এই কোরিওগ্রাফার–পরিচালকের।
ম্যায় হুঁ না, ওম শান্তি ওম, তিস মার খানের মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এগুলো দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এরপরেও যখন বলিউডি সিনেমার গায়ে ‘মশালা’ বা কোনও গানের সঙ্গে ‘আইটেম’ শব্দগুলো জুড়ে দেওয়া হয়, তখন রাগ হয় ফারহার।
তার কথায়, ‘এগুলো চিরকাল ঘটছে। মানুষ পোল্যান্ড বা ফ্রান্সের সিনেমা দেখবে। এদের শাস্তি হল সারা জীবন একঘেঁয়ে সিনেমা দেখতে বাধ্য করা।’ ৮০–র বেশি সিনেমায় ১০০–র বেশি গানে কোরিওগ্রাফি করেছেন ফারহা। তার কথায় নাচ–গানের জন্য বলিউডের সিনেমা পছন্দ করেন বিদেশিরা।
২৯ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস