সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ০৮:৫৫:১৮

ঢালিউডে নতুন পরিচয়ে মীর সাব্বির

ঢালিউডে নতুন পরিচয়ে মীর সাব্বির

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির এবার চলচ্চিত্র নির্মাণ করবেন। তিনি নিজেই এমন তথ্য দিয়েছেন। এ বছরই নিজের অভিষেক ছবির কাজ শুরু করবেন মীর সাব্বির।

তানিয়া আহমেদের পরিচালনায় মীর সাব্বির অভিনীত ছবি 'ভালোবাসা এমনই হয়' সম্প্রতি মুক্তি পেয়েছে। এছাড়াও 'কি জাদু করিলা' ও ফেরদৌসের 'এক কাপ চা' ছবিতে মীর সাব্বির অভিনয় করেছিলেন। এবার নেমে পড়লেন চলচ্চিত্র নির্মাণেই।

মীর সাব্বির বলেন, টিভি নাটকে দীর্ঘদিন ধরেই কাজ করছি। সামনে পেছনে কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতাই হয়েছে। তবে সেটা একটি চলচ্চিত্র নির্মাণের জন্য এত দিন যথেষ্ট মনে করিনি। এখন সে সময়টা এসেছে। চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেকটাই এগিয়েছি। আশা করছি, এ বছরই কাজে নেমে পড়ব।

বর্তমানে মীর সাব্বিরের পরিচালনায় 'নোয়াশাল' ধারাবাহিকটি আরটিভিতে প্রচারিত চলছে। এরইমধ্যে নাটকটির ৪০০ এর বেশি পর্ব প্রচারিত হয়েছে।
৩০ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে