সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭, ০৮:০৬:১৯

বানশালীকে জুতা মারলে পুরস্কারের ঘোষণা বিজেপি নেতার

বানশালীকে জুতা মারলে পুরস্কারের ঘোষণা বিজেপি নেতার

বিনোদন ডেস্ক : ফের অসহিষ্ণুতার আঁচ। এ বার তা বাড়ল আরও এক ধাপ। 'পদ্মাবতী' ছবিতে ইতিহাস বিকৃত করার জন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালীকে জুতা দিয়ে মারলে এ বার মিলবে ১০ হাজার টাকা পুরস্কার! সোমবার এই ঘোষণা করলেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়াল। খবর আনন্দবাজারের।

মধ্যপ্রদেশ হোসাঙ্গাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অখিলেশের দাবি, ''বানশালীর মতো মানুষরা আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে। সাধারণ মানুষের কাছে আমাদের দারিদ্রকে বেশি করে তুলে ধরে। আমরা আর চুপ করে থাকব না। বরং এর প্রতিবাদ করাটা কর্তব্য বলে মনে করি।''

এই হামলার পরে রাজস্থানের বিজেপি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। কিন্তু ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু জানিয়েছিলেন, হামলা বা শুটিং বন্ধ করে দেওয়ার এই ঘটনা খুবই আপত্তিকর।

গত ২৭ জানুয়ারি জয়পুরে 'পদ্মাবতী' ছবির সেটে তাণ্ডব চালায় 'রাজপুত কর্নি সেনা'। চড়-থাপ্পড় মারা হয় পরিচালক সঞ্জয় লীলা বানশালীকে। সেটের যন্ত্রপাতিও ভাঙচুর করে তারা। এর তীব্র প্রতিবাদ করে বানশালীর পাশে থাকারই বার্তা দিয়েছে গোটা বলিউ়ড। স্তম্ভিত 'পদ্মাবতী' দীপিকা পাড়ুকোন বলেছেন, ''এই ছবিতে কোথাও ইতিহাসকে বিকৃত করা হয়নি।'' তাজ্জব এই ছবির 'আলাউদ্দিন খিলজি' রণবীর সিং ও 'রাজা রতন সিংহ' শাহিদ কাপূর।

কর্নি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি বলেন, ''আমি কোনও রকম হিংসাকে সমর্থন করি না। কর্নি সেনা গিয়েছিল ছবির বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে এবং বানশালীর সঙ্গে কথা বলতে। কিন্তু পরিচালক কথা বলতে চাননি। এর পরেই তার রক্ষীরা শূন্যে গুলি ছোড়ে। আর তাতেই বিপত্তি।'' তাদের দাবি, আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচাতে জহর ব্রত করেছিলেন রানি পদ্মিনী। কিন্তু ছবিতে দু'জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয়েছে।

এর আগে চিতোরের রানি পদ্মিনীর জীবন অবলম্বনেই 'পদ্মাবতী' নাটকের নির্দেশনা করেছেন বানশালী। প্যারিসে তা ভাল সাড়া পেয়েছিল। একই চরিত্র নিয়ে ছবি তৈরি করতে গিয়ে জট পাকাল জয়পুরে। এই অসহিষ্ণুতা অবশ্য প্রথম নয়। অতীতে যোদ্ধা-আকবর ছবির শ্যুটিংয়ের সময়েও একই অভিযোগ তুলে গণ্ডগোল পাকিয়েছিল তথাকথিত জাতীয়তাবাদী এই রাজপুত সংগঠনটি।
৩০ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে