বিনোদন ডেস্ক: মিলনতিথিতে শুরু হয়েছে গল্পের নতুন ট্র্যাক। অর্জুনের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অহনা এখন আদিত্যর পরিবারে আশ্রিত, সেখানে সে সকলের নয়নের মণি। এমনকী আদিত্যর পারিবারিক ব্যবসাও সামলাচ্ছে অহনা। দেখেশুনে মনে হয়, এমন কেন সত্যি হয় না আহা! নাহলে পরিবার-বিচ্ছিন্ন হয়ে, স্বামী-পরিত্যক্ত হয়ে বহু মহিলারই তো দুর্বিষহ জীবন কাটে। এমন কোনও পরিবারের সঙ্গে তাঁদের যে কেন পরিচয় হয় না কে জানে!
কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। আশ্রিতা অহনার প্রতি ক্রমশই দুর্বল হয়ে পড়ছে আদিত্য। সেই চরিত্রে আবার রয়েছেন ঋজু অর্থাৎ ‘বউ কথা কও’-এর নিখিল। কথায় বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পুরনো সেই ধারাবাহিকে মৌরি স্বেচ্ছায় নিখিলকে ছেড়ে যায় নিজেকে জীবনে সুপ্রতিষ্ঠিত করতে, শুরু হয় সিরিয়ালের ডবল ট্র্যাক। আবারও সেই ডবল ট্র্যাকের ফাঁদে পড়লেন ঋজু কিন্তু এবার তিনি নিজেই ‘দি আদার ম্যান’।
তবে কি এবার আদিত্যর সঙ্গে বিয়ে হবে অহনার? আর সেই খবর পেয়ে ছুটতে ছুটতে আসবেন জিতু কমল ওরফে অর্জুন? নাকি ভালমানুষটি সেজে বহ্নিকে শায়েস্তা করে, বুকে পাথর রেখে, নিজে দাঁড়িয়ে থেকে আবারও অর্জুন-অহনার বিয়ে দেবে আদিত্য? গল্পকারের প্ল্যানটা কী সেটা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হল, এতদিন যে ‘মিলনতিথি’-র ইউএসপি ছিল দুই বউ, এবার কি তবে ইউএসপি পাল্টে গিয়ে হবে ‘দুই বর’?
গল্পের এই নতুন ট্র্যাকে আরও বেশ কয়েকটি চরিত্র আসছে। আদিত্যর বোন দোয়েলের চরিত্রে দেখা যাবে অলিভিয়া সরকারকে। আদিত্যর এই চিকিৎসক বোনও নাকি অহনাকে জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, অলিভিয়ার প্রেমপর্ব নিয়ে আরও একটি সাব-ট্র্যাক থাকবে বলেও শোনা যাচ্ছে। সব মিলিয়ে জমজমাট রিভ্যাম্প হতে চলেছে। কিন্তু টিআরপি বাড়বে কি?-এবেলা
৩১ জানুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ