মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭, ০২:২১:২৮

যদি বাবার কথা শুনতেন, ক্রিকেটার হতেন সালমান?

যদি বাবার কথা শুনতেন, ক্রিকেটার হতেন সালমান?

বিনোদন ডেস্ক: একের পর এক হিট মুভি উপহার দিয়েই চলেছেন বলিউডের হার্টথ্রব সালমান খান। লাখো-কোটি মানুষের হৃদয়ে বিচরণ করেন সাল্লু।

এমন সফল মানুষ এবং ভালোবাসার পাত্র যার সন্তান, তারা নিশ্চয়ই বাবা-মা হিসাবে তৃপ্ত। অবশ্য এমনিতেই তিন ছেলেকে নিয়ে দারুণ সুখেই আছেন বলিউডের চিত্রনাট্যকার ও জনপ্রিয় অভিনেতা সেলিম খান। তিন ছেলের সফলতায় গর্বিত তিনি। তবুও একটা অতৃপ্ত নাকি তার রয়েই গেছে। তাও আবার সালমানকে নিয়ে। কি সেটা?  

সেলিম খানের তিন ছেলেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। অভিনয়, প্রযোজনা বা নির্মাণ সব কাজেই সোনা ফলিয়েছেন সালমান, সোহেল ও আরবাজ। কিন্তু সেলিম খান চাইতেন, তিন ছেলের একজন অন্তত পেশাদার ক্রিকেটার হোক। নিয়মিত সন্তানদের জিমেও নিয়ে যেতেন। আর এ ক্ষেত্রে সালমানকে নিয়েই বেশি ভরসা ছিল বাবার। সালমান কিন্তু বেশ ক্রিকেট খেলতেন। কিন্তু দুষ্টমিকে ছাড় দেননি। বাবা যখনই খেলা দেখতে আসতেন তখন নাকি ইচ্ছে করেই খারাপ খেলতেন। কারণ, ক্রিকেট তার নেহায়েত শখ। একে পেশা হিসেবে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না সালমানের।  

সম্প্রতি একটা অনুষ্ঠানে সালমান নিজে এসব কথা বলেন। জানিয়েছেন তার বাবার সেই ইচ্ছার কথা। অভিনেতা নয়, দেশের বড় ক্রিকেটার বেশে দেখতে চেয়েছিলেন সালমানকে।

স্বাক্ষী দিলেন সোহেল খান। বললেন, আব্বা চাইতেন, তার একটা ছেলে পেশাদার ক্রিকেটার হবে। দুর্ভাগ্যবশত, আমরা কেউ পেশাদার ক্রিকেট খেলিনি। কিন্তু এই খেলাটাকে অসম্ভব ভালোবাসি।-বলিউড লাইফ
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে