বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৩৮:১০

ক্ষোভ ঝাড়লেন বিগ বি অমিতাভ

ক্ষোভ ঝাড়লেন বিগ বি অমিতাভ

বিনোদন ডেস্ক : ফের সাত বা আটের দশকের অ্যাংরি ইয়াং ম্যানের মেজাজে বিগ বি। মোবাইল কোম্পানির পরিষেবায় ক্ষুব্ধ হয়ে ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন।

ট্যুইট করে সরাসরি ওই মোবাইল কোম্পানির বিরুদ্ধে অমিতাভ লিখেছেন, গত কয়েকদিন ধরেই তিনি এসএমএস পাঠাতে পারছেন না। তাঁর ফোনে এসএমএস আসছে, কিন্তু যাচ্ছে না। তাঁর খুব সমস্যা হচ্ছে। ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে নিয়েও কটাক্ষ করেন অমিতাভ।

ট্যুইটারে এভাবে ক্ষোভ প্রকাশ করার আধঘণ্টার মধ্যেই সমস্যা মিটে যায়। এরপর ফের ট্যুইট করে ওই কোম্পানিকে ধন্যবাদ জানান অমিতাভ।
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে