বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৩৭:১৫

ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হলেন সালমান খান

ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বারবার বিতর্কে যেমন জড়ান, তেমনই মানবিকতারও পরিচয় দেন সালমান খান। ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হয়ে তিনি বুঝিয়ে দিলেন, রুপোলি পর্দার তারকা হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগত সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। খবর এবিপির।

ড্রাইভার অশোক সিংয়ের ছেলের বিয়েতে সালমান ছাড়াও হাজির ছিলেন তার আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর সহ-অভিনেতারা। তারা খোশমেজাজেই ছিলেন। একসঙ্গে ছবিও তোলেন সবাই।

তবে বলিউডের একটি অংশ বলছে, সালমান কোনও কারণ ছাড়া ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হননি। আদালতে এখনও তার বিরুদ্ধে মামলা ঝুলে আছে। সাজা এড়ানোর জন্য ড্রাইভারদের উপর নির্ভর করে আছেন সালমান। সেই কারণেই তিনি ড্রাইভারের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন।
১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে