বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৪৮:২৯

যেকারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নায়ক ফেরদৌস

যেকারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নায়ক ফেরদৌস

বিনোদন ডেস্ক: সময় দিতে না পারার কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়ক ফেরদৌস। ওমর সানীর সঙ্গে প্যানেলে তার সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
 
এ পদে এখন নির্বাচন করবেন অভিনেতা ইলিয়াস কোবরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্ধারিত মেয়াদ শেষে দু’টি প্যানেল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। খলনায়ক মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খানের মধ্যে নিজেদের প্যানেল করার ঘোষণা দিয়েছেন।
 
অন্যদিকে ওমর সানী ও ফেরদৌস মিলে একটি প্যানেল করার ঘোষণা দেয়া হয়েছিল গেল বছরের ১৯ নভেম্বর ‘চাঁদনী’ ছবির একটি অনুষ্ঠানে। সম্প্রতি সভাপতি পদে ওমর সানীর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে অভিনেতা ইলিয়াস কোবরার নাম ঘোষণা করা হয়।
 
এ বিষয়ে ফেরদৌস বলেন,আমি এলে কখনই আনুষ্ঠানিকভাবে নির্বাচন করব, এটা বলিনি। সানী ভাই আমাকে চাইছিলেন, যেন ওনার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকি। কিন্তু আমি তো ঠিকমতো সময় দিতে পারব না, যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

আমি মনে করি, এমন শিল্পীদের নির্বাচন করা উচিত যাদের সব সময় যে কোনো প্রয়োজনে আমরা পাশে পাই। যারা সময় দিতে পারবেন। সে হিসেবে সানী ভাইকে আমি পারফেক্ট মনে করি।

তিনি চলচ্চিত্রের সবার খবর রাখেন, বিপদ হলেই ছুটে যান। কাজ না করতে পারলে কেন নির্বাচন করব! এর আগে অনেক তারকাই নির্বাচন করেছেন, কিন্তু সময় দিতে পারেননি। এতে করে সংগঠনের ক্ষতি হয়েছে বলে আমি মনে করি।
০১ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে