বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৪৮:১৮

আড়ালে কে নজর রাখছে শাহিদের ওপর?

আড়ালে কে নজর রাখছে শাহিদের ওপর?

বিনোদন ডেস্ক: ভালোই চলছে সবকিছু৷ হঠাৎ এ কি বিপত্তি! শেষে মহিলার পাল্লায় পড়লেন তিনি? বলছি অভিনেতা শাহিদ কাপুরের কথা৷ এক মহিলা ভক্তের দ্বারা উত্যক্ত শাহিদ কাপুর। হ্যাঁ অবিশ্বাস্য হলেও শোনা যাচ্ছে এমনই এক খবর৷

সর্বত্র ছায়ার মতো সঙ্গী হয়ে চলেছে এই মহিলাটি৷ জিম থেকে ছবির সেট সর্বত্রই তাঁকে অনুসরন করেন এই মহিলা৷ এমনই এক খবরে আপাতত চাঞ্চল্য ছড়িয়েছে বি-টাউনে৷ বলাই বাহুল্য এমন একটি ঘটনায় বেশ বিব্রতও হয়ে রয়েছেন শাহিদ৷ শুধু শাহিদ নয়, তাঁর ভাইয়ের ওপরও নজর রয়েছে এই মহিলার।

তবে এমন একটি ঘটনা প্রথম নয়৷ এর আগেও মহিলা ভক্তদের দ্বারা বিব্রত হয়েছিলেন তিনি৷ ভারসোভা পুলিশ স্টেশনে সেই মহিলাটির বিরূদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি৷ তবে সেই অভিযোগের পর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি সেই মহিলাটিকে৷

বর্তমানে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রঙ্গুন’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত শাহিদ৷ এই ছবিতে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে দেখা যাবে তাঁকে৷ তার মাঝে এমন বিড়ম্বনায় বেশ চিন্তিত এই তারকা।-কলকাতা২৪

২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে