বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৪৭:০৭

ভাল চলছে ‘কাবিল’, ‘রইস’

ভাল চলছে ‘কাবিল’, ‘রইস’

বিনোদন ডেস্ক: ‘কাবিল’ আর ‘রইস’-এর বক্স অফিস সংঘর্ষে প্রকাশ্যে আপত্তি জানান তিনি। তবে রাকেশ রোশন এখন জানাচ্ছেন, দুটি ছবিই যে ভাল চলছে, তাতে তিনি খুশি।

একটি পুরনো হিন্দি গান একটু ওলোটপালোট করে রাকেশ মন্তব্য করেছেন, সারা জমানা, সিনেমা কা দিওয়ানা। ‘কাবিল’ এখনও ১০০ কোটি ছুঁতে পারেনি কিন্তু ৭ দিনে যা ব্যবসা করেছে তাতে তিনি খুশি।

রাকেশ জানিয়েছেন, ‘কাবিল’ তাঁদের কঠোর পরিশ্রমের ফসল। ছবিটি দর্শকদের ভাল লেগেছে, তাতেই সন্তুষ্ট তাঁরা। এর ফলে ভবিষ্যতে আরও ভাল ছবি করতে তাঁরা উদ্বুদ্ধ হবেন।

‘কহো না পেয়ার হ্যায়’ যেভাবে দর্শক সমাদৃত হয়েছিল, ‘কাবিল’-ও সেই একই ভালবাসা পাচ্ছে বলে দাবি করেছেন তিনি।-এবিপি আনন্দ
০২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে