শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৪৫:০৮

৮দিনে ‘রইস’-এর আয় ১১৪ কোটি

 ৮দিনে ‘রইস’-এর আয় ১১৪ কোটি

বিনোদন ডেস্ক : শাহরুখ যেন নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’-এর অষ্টম দিনের আয় ছাড়িয়ে গেছে তারই আরেক সিনেমা ‘রা-ওয়ান’ এর মোট আয়কে।

‘রইস’ সিনেমায় গুজরাটের একজন মদের ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। সিনেমায় স্থানীয় এক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে চলেছে ‘রইস’। মুক্তির অষ্টম দিনে এসে সিনেমাটি আয় করেছে ১১৪ কোটি রুপিরও বেশি, ছাড়িয়ে গিয়েছে শাহরুখের সুপার-হিরো সিনেমা ‘রা-ওয়ান’-এর মোট আয়কে।

মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপি আয় করে ‘রইস’ নিজের আধিপত্যের জানান দিয়েছিল। পরবর্তী দিনগুলোতে এই আয় শুধু ঊর্ধ্বমুখীই হয়েছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানান, “৩০ জানুয়ারি রইসের আয় ৮ কোটি ২৫ লাখ রুপি, ৩১ জানুয়ারিতে ৭ কেটি ৫২ লাখরুপি এবং ১ ফেব্রুয়ারি ৭ কোটি ১০ লাখ। সব মিলিয়ে প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির আয় ১১৪ কোটি রুপিরও বেশি। ”

দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে সিনেমাটি,  বিদেশে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে খুব দ্রুতই ২০০ কোটি ছাড়িয়ে যাবে সিনেমাটির আয়।
০৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে