শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৪২:০৬

অপু বিশ্বাস দেশে ফেরায় ‘রাজনীতি’ এবার চাঙা

অপু বিশ্বাস দেশে ফেরায় ‘রাজনীতি’ এবার চাঙা

বিনোদন ডেস্ক: দুই মাস বন্ধ থাকার পর আবার শুরু হলো রাজনীতি সিনেমার শুটিং। সোমবার শুরু হয়েছে ছবির শিরোনাম সঙ্গীতের দৃশ্যধারণ। আর এই গানের চিত্রায়নের মধ্য দিয়ে শেষ হবে রাজনীতি সিনেমার চিত্রায়ন।

কবির বকুলের কথায় প্রিতম হাসানের সুর ও সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। আইটেম সং ঢংয়ের গানের নৃত্য পরিচালনা করছেন আরিফ ও রোহান। মঙ্গলবার শেষ হচ্ছে গানের শুটিং।

রাজনীতির জন্য প্রেম, প্রেমের জন্য রাজনীতি... এমন বিষয় নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন বুলবুল বিশ্বাস। ছবির মূল চরিত্রে অভিনয় করেছন শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলনসহ অনেকে। অপু বিশ্বাস দীর্ঘদিন পর দেশে ফেরায় আবার চাঙা হয়ে উঠেছে রাজনীতি চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে