বিনোদন ডেস্ক : পুরস্কার পেলে কার না ভাল লাগে! অনেকেই আপ্লুত হয়ে পড়েন। কিন্তু পুরস্কার কাউকে হয়ত কষ্টও দিয়ে যায়। তেমনই একজন সেতার শিল্পী ইমরাত খান। পদ্মশ্রী প্রাপকের তালিকায় তার নাম। কিন্তু তিনি চান এই পুরস্কার ফিরিয়ে দিতে।
বছরের অনেকটা সময় বিদেশেই কাটে এই সেতার শিল্পীর। এখন তিনি রয়েছেন শিকাগোতে। সেখান থেকেই ভারতীয় হাইকমিশনকে লেখা চিঠিতে জানিয়েছেন নিজের প্রতিবাদ। উস্তাদ এনায়েত খানের পুত্র, বিলায়েত খানের ভাই নিজেও স্বনামধন্য। তাঁর কথায়, ভারতীয় সঙ্গীতের যারা স্তম্ভ, আমি তাদের সঙ্গে কাজ করেছি।
সারা বিশ্বেই আমার একটা খ্যাতি আছে। হয়ত সরকার তার খবর রাখে না। আমার থেকে যারা অনেক ছোট, খ্যাতি ও প্রতিষ্ঠার দিক থেকেও অনেক পিছিয়ে, তারাও পদ্মভূষণ পেয়ে গেছে। সেখানে এই বয়সে এসে পদ্মশ্রী নেওয়াটা আমার কাছে বিড়ম্বনার। জীবনে কখনও আপস করিনি। এই বয়সে এসে একটা পুরস্কারের জন্য সেই আপস করতে পারব না।
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস