শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৪৭:৩৮

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা আইরিন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা আইরিন

বিনোদন ডেস্ক : অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা আইরিন। নিজের ছবির প্রচারণায় গিয়ে অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি। ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুরে।

মিরপুর-১ গোল চত্বর এর পাশে রাখা ছিল আইরিনের নিজস্ব প্রাইভেট কার। এ সময় পাশ দিয়ে যাচ্ছিল দ্রুতগামী একটি মালবাহী ট্রাক। আইরিন গাড়ি থেকে নামার পরপরই ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আর অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন 'এক পৃথিবী প্রেম' ছবির এই নায়িকা।

আইরিন বলেন, আজ আমার মায়াবিনী ছবিটি মুক্তি পেয়েছে। সেই ছবির প্রচারণায় সনি সিনেমা হলে এসেছিলাম। গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরেই ট্রাক ধাক্কা দেয়।  

এখন ভালো আছেন বলে জানিয়েছেন আইরিন। একটুর জন্য বেঁচে গিয়েছেন এজন্য তিনি সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।  

৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে