শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১৯:৩৩

এবার মার্কিন মুসলমানদের পাশে দাড়ালেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা

এবার মার্কিন মুসলমানদের পাশে দাড়ালেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের এক মাসও হয়নি। এরই মধ্যে তার অধিনে বা তার নীতিতে ট্রাম্প সাম্রাজ্যে যে বড় অংশের মার্কিনবাসী অখুশি তার প্রমাণ মিলেছে বারবার।
 
অভিবাসন নীতি ঘোষণার পর বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে।  
 
অভিবাসন আইনে রদবদল করে বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা বাতিল করছে ট্রাম্প সরকার। নানা দিক থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। এ বার তার বিরুদ্ধে মুখ খুললেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
 
অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও কাজ করছেন অ্যাঞ্জেলিনা। ২০১২ সাল থেকে ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজির দূত হিসেবে কাজ করছেন এ অভিনেত্রী।
 
তিনি ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা বলেছেন।
 
অ্যাঞ্জেলিনা জোলি বলেন, যেভাবে শরণার্থীদের পুনর্বাসন আটকানো হচ্ছে, বা কিছু মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা আসা বন্ধ করা হচ্ছে, সেটা কখনও আমেরিকানদের কাছে কাঙ্ক্ষিত নয়। নিরাপত্তার নামে আমরা নিজেদের মূল্যবোধ ভুলে যেতে পারি না। শরণার্থীদের জন্য দরজা বন্ধ করে দিলেই যে আমরা নিরাপদ হয়ে যাব, এমন তো নয়।
 
জোলির কথায়, নাগরিকদের নিরাপদ রাখতে সীমান্তের নিরাপত্তা বাড়ানো উচিত সরকারের।
 
তার কথায়, নাগরিকদের চাহিদা আর আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে হবে সরকারকে। শুধু ভয় নয়, নির্দিষ্ট কারণ থাকলে তবেই এমন ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত।
০৪ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে